বিশেষ প্রতিনিধি, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জেটি ঘাট এলাকায় ব্যবস্থাপক সমিতির নামে পর্যটক-বাহী বাস ও দূরপাল্লার বাস থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগী বাস শ্রমিক ও অন্য সমিতির নেতারা জানান- সমিতির নাম দিয়ে একটি সিন্ডিকেট নিয়মিত দমদমিয়া জেটি ঘাট এলাকায় এসে চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে অন্য কোন সমিতি ও বাসের টিকেট বিক্রি ও পার্কিং করতে পারবে না হুমকি-ধমকি দেয়।
তাই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাস শ্রমিক ও অন্য সমিতির নেতারা।
এ বিষয়ে মোবাইলে জানতে চাইলে উক্ত সমিতির সভাপতি নুুর মোহাম্মদ জানান- আমারা আমাদের সমিতির যারা রয়েছে তাদের গাড়ি থেকে নিয়মিত ৫০ টাকা চাঁদা নিয়ে থাকি। তবে অন্য কোন দূরপাল্লা বাস বা সমিতির থেকে কেন চাঁদা নেব। প্রয়োজনে আপনারা যাচাই করে নিউজ করুন
Leave a Reply